ঢাকা,  শুক্রবার
২০ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের বৈঠকে বিষয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে চলমান বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট তার টিমের সঙ্গে আমরা আলোচনা করেছি। আর্থিক খাতের সংস্কারের পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য নিরাপত্তা বাড়ানো, বন্যা-পরবর্তী সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি, তারা ওইসব বিষয়ে খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তারা আমাদের সংস্কার উদ্যোগে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছে।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad