ঢাকা,  শনিবার
২৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

আর্থিক খাত সংস্কারে আইএমএফের সহযোগিতা চাওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আর্থিক খাত সংস্কারে আইএমএফের সহযোগিতা চাওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে আইএমএফের কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ-এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।

তিনি আরও বলেন, আইএমএফ কী পরিমাণ বা কীভাবে অর্থ দেবে, তা অক্টোবরে আইএমএফের বোর্ড সভায় নির্ধারিত হবে।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad