ছবি: সংগৃহীত
তথ্য নিরাপত্তা ব্যবস্থা সিস্টেম ক্যাটাগরিতে আইএসও/আইইসি ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে অর্থ মন্ত্রণালয়ের প্রযুক্তি ভিত্তিক সেবা “ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস++) স্কিম”।
বুধবার (২ অক্টোবর) ঢাকাস্থ স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারির (এসপিএফএমএস) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যুরো ভেরিটাসের পক্ষ থেকে সিআইএফ অপারেশন ম্যানেজার (বাংলাদেশ) মুকুট কে বড়ুয়া আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এ সনদ হস্তান্তর করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইবাস সিস্টেমের কার্যকর, বাস্তবমুখী ও দক্ষ অটোমেটেড সেবা আর্থিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেম অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
মেসেঞ্জার/ফামিমা