ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আইএসও স্বীকৃতি পেলো আইবাস++

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:৪১, ২ অক্টোবর ২০২৪

আইএসও স্বীকৃতি পেলো আইবাস++

ছবি: সংগৃহীত

তথ্য নিরাপত্তা ব্যবস্থা সিস্টেম ক্যাটাগরিতে আইএসও/আইইসি ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে অর্থ মন্ত্রণালয়ের প্রযুক্তি ভিত্তিক সেবা “ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস++) স্কিম”।

বুধবার ( অক্টোবর) ঢাকাস্থ স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারির (এসপিএফএমএস) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যুরো ভেরিটাসের পক্ষ থেকে সিআইএফ অপারেশন ম্যানেজার (বাংলাদেশ) মুকুট কে বড়ুয়া আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদের কাছে সনদ হস্তান্তর করেন।

. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইবাস সিস্টেমের কার্যকর, বাস্তবমুখী দক্ষ অটোমেটেড সেবা আর্থিক সেবা প্রদানের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেম অর্থ বিভাগের সচিব . মো. খায়েরুজ্জামান মজুমদার, অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

মেসেঞ্জার/ফামিমা