ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই মূল কারণ: উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:৪৯, ১১ অক্টোবর ২০২৪

ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই মূল কারণ: উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই মূল কারণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (১১ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে এমন অভিযোগ তোলেন তিনি।

উপদেষ্টা বলেন, মিডিয়ার নিউজ প্রচারণার বিষয়ে সতর্ক হওয়া উচিত। এমনভাবে হেডলাইন করা হচ্ছে, দেশে ব্যবসায়ী ভোক্তা দুদিকেই আতঙ্ক সৃষ্টি করছে, দাম বাড়ার জন্য মিডিয়াও কিছুটা ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই বড় কারণ। তবে ডিমের দাম কমাতে উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক খামারিদের সঙ্গে সংযোগ বাড়ানো ফিডের দামের দিকে নজর দেয়া হচ্ছে।

মেসেঞ্জার/ফামিমা