ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঢাকা রিজেন্সি ও বিজিবিএ’র মধ্যে চুক্তি সই

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:২৭, ৫ নভেম্বর ২০২৪

ঢাকা রিজেন্সি ও  বিজিবিএ’র মধ্যে চুক্তি সই

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও বাংলাদেশ গার্মেন্টস বায়িং অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এর মধ্যে এক বিশেষ চুক্তি সই হয়েছে। বিজিবিএ সদস্যদের জন্য এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রবিবার বিকেল ৪ টায় এই চুক্তি স্বাক্ষরিত হয় ।  

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইনচার্জ)  শাহিদ হামিদ এফআইএইচ এবং বিজিবিএ'র সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বিজিবিএ সদস্যরা ঢাকা রিজেন্সির সেবাসমূহে বিশেষ এক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে বিশেষ রুম রেট, ডাইনিং ডিসকাউন্ট, স্পা, হেলথ ক্লাব সুবিধা প্রভৃতি।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির ডিরেক্টর- সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ মাহমুদ হাসান এবং বিজিবিএ এর যুগ্ম মহাসচিব মোঃ এমদাদুল হক মিয়াজী এবং সিইও মোঃ সিরাজ উদ্দিন আহমেদ।

 

মেসেঞ্জার/ইএইচএম