ছবি : মেসেঞ্জার
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগ – ‘ভরসার নতুন জানালা’র আওতায় জামালপুরে ৫৮তম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুরের লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক কমিউনিটি সেন্টারে আজ (১১ ডিসেম্বর) জেলার ৭ উপজেলার ১৭৫ জন কৃষি-উদ্যোক্তা এই আয়োজনে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের আরও সক্ষম করে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুর সদর, ইসলামপুর, সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ; জামালপুরের ৭টি উপজেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা; জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন এবং জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম. আশরাফুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক বলেন, “টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে আমাদের দেশের কৃষক ও কৃষি-উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষি খাতে সফল হতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সক্ষম করে তোলার মাধ্যমে মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ উদ্যোগ। টেকসই কৃষি খাত গড়ে তুলতে আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার উদাহরণ জামালপুরে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিটি।”
উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি। এসবের মধ্যে রয়েছে- বিভিন্ন জাতের বৃক্ষরোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহদান, বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রাংশ বিতরণ ইত্যাদি।
মেসেঞ্জার/তুষার