ছবি : মেসেঞ্জার
নিজেদের অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে এসেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ নিয়ে, সম্প্রতি, প্রতিষ্ঠানটি যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি নিজেদের লয়্যাল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বাংলালিংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
এ অংশীদারিত্বের কারণে অরেঞ্জ ক্লাবের মেম্বাররা এখন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের বিস্তৃত পরিসরের পণ্যে ১২ শতাংশ ছাড় গ্রহণের সুবর্ণ সুযোগ উপভোগ করেবেন।
রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের হেডকোয়ার্টার টাইগার্স ডেন -এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম।
গ্রাহকদের জীবনমান সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানের অব্যাহত প্রতিশ্রুতি ও এ অংশীদারিত্বের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের সাথে আমাদের অংশীদারিত্ব গ্রাহকদের জীবনের মানোন্নয়ন করার ক্ষেত্রে বাংলালিংকের প্রচেষ্টাকেই তুলে ধরে। অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য দুর্দান্ত ও সাশ্রয়ী সুযোগের মাধ্যমে আমরা তাদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।”
এই অংশীদারিত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, “দেশসেরা উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের অফারগুলো নিয়ে তাদের অগণিত গ্রাহকের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবো। আমাদের স্টোরে অরেঞ্জ ক্লাবের মেম্বারদের স্বাগত জানাতে, তাদের জন্য ছাড়ের সুযোগ করে দিতে এবং তাদের নিরবচ্ছিন্ন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে আমরা প্রস্তুত।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার এবং যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিরেক্টর অব মার্কেটিং সেলিম উল্লাহ সেলিম।
মেসেঞ্জার/তুষার