ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০১, ২৫ ডিসেম্বর ২০২৪

নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি

ছবি: মেসেঞ্জার

শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড সরকারি সংস্থা ক্ষুদ্র মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে সম্প্রতি বগুড়ায় অনলাইন ব্যবসা ব্যবস্থাপনা আর্থিক অন্তর্ভুক্তিশীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৩৬ জন নারী উদ্যোক্তা, যারা ঘরে তৈরি খাদ্য, হস্তশিল্প বুটিক দোকানসহ বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নারী উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে লক্ষ্যে ব্যাংকটি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে মিলে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সাক্ষরতা উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো, আর্থিক জ্ঞান উন্নত করা এবং আর্থিক সম্পদ নেটওয়ার্কে প্রবেশাধিকার বৃদ্ধিতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি দেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনী সফল পরিবেশ তৈরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রতিশ্রুতিবদ্ধ

এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই নীতিমালা অনুযায়ী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিসমূহ বিশেষ গুরুত্বসহকারে বাস্তবায়ন করা হয়ে থাকে।

মেসেঞ্জার/তুষার