ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৪২, ২৬ ডিসেম্বর ২০২৪

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি : মেসেঞ্জার

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যাংকের প্রধান কার্যালয়ে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় কলেজের জন্য একটি উদ্ভাবনী এবং কার্যকরী পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করা, পেরোল ব্যাংকিং পরিষেবা, স্কুল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করতে পারবে। স্কুল ব্যাংকিং সুবিধার আওতায় শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, অথবা কাউন্টার সার্ভিসের মাধ্যমে সহজেই তাদের টিউশন ফি প্রদান করতে পারবে। একই সঙ্গে, প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা পেরোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার