ছবি: মেসেঞ্জার
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল)-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা ২৬ ডিসেম্বর, ২০২৪খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ ঘটিকায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিএসইসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব জনাব মো. মনিরুজ্জামান। এসময় তিনি জানান, পিআইএল বিশ্ব মানের ব্রান্ড নিউ সিডান কারের সিকেডি আমদানী ও সংযোজনপূর্বক সাশ্রয়ী মূল্যে বাজারজাতকরণ শুরু হয়েছে। তিনি আরো জানান চলতি বছরের ২৯নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা চট্টগ্রামে অবস্থিত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন অফিস ও কারখানা পরিদর্শনকালে সিডানকার বাজারজাতকরণের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
পিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে অবহিত করে বলেন প্রগতি দেশে সরকারি ও বেসরকারি খাতে গাড়ি সংযোজন পূর্বক বাজারজাতের মাধ্যমে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এসময় তিনি আরো জানান এ বছর পিআইএল শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম মুনাফা অর্জন করেছে, যার পরিমাণ ৭২.৬২ কোটি টাকা। একইসাথে প্রতিষ্ঠানটি ১৬৮.৮৯ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে।
চট্টগ্রামের নাসিরাবাদে ৪.৩১ একর বেদখলকৃত জায়গা প্রগতির দখলে নিয়ে সেখানে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ-এর নিজস্ব প্রধান কার্যালয়, শো-রুম ও বিক্রয়কেন্দ্র এবং উন্নতমানের সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে। এই নতুন কার্যালয় স্থাপনের ফলে প্রতিষ্ঠানটির সম্পদ সংরক্ষণ ও ভাড়া অফিসের বিপরীতে বছরে প্রায় ১কোটি টাকা সাশ্রয় হবে বলে তিনি জানান। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় আধুনিক শো-রুম ও বিক্রয় কেন্দের পাশাপাশি সেবার মান বৃদ্ধি ও সহজীকরণ করার লক্ষ্যে অত্যাধুনিক 3S সেন্টারের নির্মাণ কাজও চলমান রয়েছে।
পণ্য বৈচিত্রকরণ করার লক্ষ্যে প্রগতিতে প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত কোরিয়ান কিয়া (KIA) ব্র্যান্ডের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ১৬০০ সিসি’র CERATO মডেলের ব্রান্ড নিউ সিডান কার সংযোজন ও বাজারজাত শুরু হয়েছে। সকল ধরণের ক্রেতার কথা বিবেচনায় মাত্র ৪৫ লক্ষ টাকায় গাড়িটি পাওয়া যাচ্ছে প্রগতির বিক্রয়কেন্দ্রে।
প্রগতির পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালনক ও অতিরিক্ত সচিব জনাব মো. শামীমুল হক, অতিরিক্ত সচিব ও পরিবহন কমিশনার জনাব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্মসচিব ও পরিচালক অর্থ বিএসইসি জনাব মো. ওসমান গনি এবং যুগ্মসচিব জনাব ফরিদা ইয়াসমিন সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া বিএসইসি এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/তুষার