ঢাকা,  মঙ্গলবার
০৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ইস্টার্ন ইউনিভার্সিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:১০, ৪ জানুয়ারি ২০২৫

ইস্টার্ন ইউনিভার্সিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা শনিবার (৪ জানুয়ারি) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি মো. আলী আজ্জম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বর্তমান সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান মোল্লা।

সভায় ইউনিভার্সিটি বোর্ড সদস্য মো. এনায়েত উল্লাহ, ইমরোজ হোসেন এবং আবুল খায়ের চৌধুরিকে ২০২৫ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং শিল্পপতি মো. আজিজুল ইসলামকে ট্রেজারার নির্বাচন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ইস্টার্ন ইউনিভার্সিটি ইউজিসি অনুমোদিত এবং স্থায়ী সনদপ্রাপ্ত শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়।

মেসেঞ্জার/তুষার