ছবি : মেসেঞ্জার
ঋণখেলাপীদের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া দেশের ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে। দুর্বল ও ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর বিষয়ে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশে ইসলামি ব্যাংকের বাহিরে যে কয়টি ইসলামি ব্যাংক আছে সেগুলো ঘুরে দাঁড়ানো কঠিন। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তনের বিষয় নিয়ে সরকারের পরিকল্পনা করছে। বৃহৎ ডিপোজিটররা শেয়ার মালিক হওয়ার সম্ভাবনাও আছে। গতকাল সুনামগঞ্জে এসব কথা বলেছেন ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম মো. শিরিন।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বুধবার (৮ জানুয়ারি) সন্ধায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক পাঠাগার সুনামগঞ্জে এক সন্ধাকালীন আড্ডায় যুক্ত হয়েছিলেন। এসময় পাঠাগারের নবনির্বাচিত সহ-সভাপতি সুখেন্দু সেন ও সাধারণ সম্পাদক এডভোকেট খলিল রহমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করেন।
সুনামগঞ্জের ধারগাঁওয়ের বাসিন্দা মো. শিরিন এসময় প্রাণবন্ত আড্ডার মাধ্যমে তাঁর বেড়ে উঠা, শিক্ষা জীবন এবং কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। উপস্থিত অনেকে তাঁকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্ন করলে সাবলিল উত্তর দেন ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংক খাতে তাঁর দীর্ঘ সময়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান ব্যাংক খাতের সুদিন আসবে। কিছু ব্যাংক অসাধারণ কাজ করছে। যে সকল ব্যাংকের মালিক পক্ষ এবং ব্যবস্থাপনা পরিচালক সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করছেন সেই সকল ব্যাংক ভাল করছে। কর্মজীবনে সততা, কর্মদক্ষতা ও ব্যাংকিং সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া আইটি খাতকে ব্যাংকিং খাতে যুক্ত করার জন্য তাঁর আন্তরিক কর্ম প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
এসময় পাঠাগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট এনাম আহমেদ, যুগ্ম-সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুবুল হাসান শাহিন, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, রিংকু চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন শাহীনুর রহমান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ও পাঠাগারের আজীবন সদস্য গোলাম আজাদ, আজীবন সদস্য দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
মেসেঞ্জার/তুষার