ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁর কৃষকের পাশে ‘স্বপ্ন’

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৫৪, ১৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁর কৃষকের পাশে ‘স্বপ্ন’

ছবি : মেসেঞ্জার

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁ সদরের মোহনপুর গ্রাম তরদার পাড়া হাপানিয়া ইউনিয়নে পৌছে গেছে ‘স্বপ্ন’ টিম। সেখানকার কৃষকদের চাষ করা ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে জানান কৃষকরা।

সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমে প্রচার হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। গত দুই সপ্তাহে মেহেরপুর এবং রাজবাড়ীর কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাদের মুখে হাসি ফোটায় ‘স্বপ্ন’। এবার মেহেরপুর, রাজবাড়ীর পর ১২ জানুয়ারি (রোববার) নওগাঁয় পৌছে যায় ‘স্বপ্ন’ টিম।

সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ফুলকপি। এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটলেটগুলোতে বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটি নওগাঁ সদরের মোহনপুর গ্রাম তরদার পাড়া হাপানিয়া ইউনিয়নের ফুলকপি সবজি চাষি মো. আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ-এর কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনে নেয়া হয়।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিভিন্ন এলকার কৃষকদের ফুলকপি চাষ নিয়ে হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর মেহেরপুর, রাজবাড়ী এবং নওগাঁ এলাকায় পৌছে যায়  ‘স্বপ্ন’ টিম এবং সেই সাথে হতাশাগ্রস্ত কৃষকদের কাছ থেকে ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য স্বপ্ন আউটলেটে থাকছে কৃষক ভাইদের জমির চাষের এই ফুলকপি। যেখানেই কৃষকের কান্না কিংবা হতাশার খবর চোখে পড়বে আমাদের, সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

মেসেঞ্জার/তুষার