ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:২২, ১৬ জানুয়ারি ২০২৫

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন

ছবি: সংগৃহীত

হোটেল ও রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর ফলে আগের ৫ শতাংশ ভ্যাটই বহাল থাকছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অথবা আগামী রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। 

এনবিআরের এই কর্মকর্তা বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক আইনের মাধ্যমে রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে  ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ  মূসক আরোপ করা হয়। পরে সরকার এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পূণরায় ৫ শতাংশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে জাতীয় রাসস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আজ ও আগামী রবিবারের মধ্যে আদেশ জারি করে রেস্তোরা সেবায় পূর্বের অবস্থায় ( ১৫ শতাংশের স্থলে ৫ শতাংশ) মূসক বহাল করা হবে বলে জানান তিনি। 

রেস্তোরাঁ মালিলকদের মানববন্ধন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, গতকাল আমরা রেস্তোরা মালিক সমিতির সভাপতিকে একটি চিঠি দিয়ে আমাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও তারা কেন মানববন্ধন করছেন তা দেখার বিষয়। আমরা তাদেরকে অনুরোধ করব, যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সেকারণে এখন মানববন্ধন করার প্রয়োজন নেই। আন্দোলনকারীদের স্ব স্ব স্থানে কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধও করেন তিনি।

মেসেঞ্জার/জেআরটি