ছবি : মেসেঞ্জার
সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫” এর আয়োজন করে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানবৃন্দ, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।
এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান এবং সাউথইস্ট ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ যথাক্রমে আজিম উদ্দীন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, ‘এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের’ সম্মানিত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ‘সিংগেল ক্লিক আইটি সল্যিউশন প্রাইভেট লিমিটেডের’ সম্মানিত প্রতিনিধি জনাব মো. নুরুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক জনাব ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী।
কনফারেন্সে ব্যাংকের ২০২৪ সালের সার্বিক কার্যক্রম এবং অগ্রগতি নিয়ে পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। কনফারেন্সে, ২০২৫ সালের জন্য একটি সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতসমূহ এবং ব্যাংকের অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম উল্লেখ করেন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ভালোবাসার কারণেই ব্যাংকটি শত প্রতিকূলতার মধ্যেও টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম হয়েছে। তিনি কর্মীদের এই অবদানের জন্য গভীর প্রশংসা করেন এবং তাদের ব্যাংকের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি সবসময় ব্যাংকের কল্যাণে এবং কর্মীদের পাশে থাকবেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে, সকলের ঐকান্তিক প্রচেষ্টা, একতা এবং পরিশ্রমের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক একদিন সমস্ত প্রতিকূলতার কালো মেঘ দূর করে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
ব্যবস্থাপনা পরিচালক জনাব ছাদেক হোসাইন ২০২৫ সালে ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে কর্মী এবং গ্রাহকদের প্রতি তাদের অবিচল সমর্থন ও আনুগত্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষত তিনি ২০২৫ সালকে ব্যাংকের অবস্থান আরো সুসংহত করার এবং প্রবৃদ্ধির বছর হিসেবে উল্লেখ করেন, যেখানে ব্যাংক তার তিন দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলাপি ঋণ পুনরুদ্ধার, শ্রেণীকৃত ঋণ হ্রাস করার লক্ষ্যে রিকোভারী কার্যক্রমকে আরো শক্তিশালী করা, লোন পোর্টফোলিও কে আরো বৈচিত্রময় করা এবং রিটেইল ডিপোজিট সংগ্রহের জন্য সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আগত ২০২৫ সালে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং তাদের চাহিদা পূরণে উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করার ওপর জোর দেন।
ভবিষ্যতের লক্ষ্য অর্জনের আশাবাদ এবং দৃঢ় প্রত্যয় প্রকাশ করে সভাটি সমাপ্ত হয়। ২০২৫ সালে ৩০ বছর পূর্তিতে সাউথইস্ট ব্যাংক আস্থা, উদ্ভাবন এবং সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে উৎকর্ষ সাধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মেসেঞ্জার/তুষার