ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মাস্টার বিল্ডার লিমিটেড এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:৩১, ১৮ জানুয়ারি ২০২৫

মাস্টার বিল্ডার লিমিটেড এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : মেসেঞ্জার

মাস্টার বিল্ডার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান। ‘পরিবেশ বান্ধব,স্বপ্নিল আবাসন’ এ উপলব্ধিকে সামনে রেখে ১৯৯৭ সাল থেকে নির্মাণ ও আবাসন শিল্পে দীর্ঘ পথপরিক্রমায় আজ ২৯ বছরে পর্দাপণ করলো - মাস্টার বিল্ডার লিমিটেড। রাজধানী ঢাকা শহরে মধ্যবিত্তদের জন্য সাধ্যর মধ্যে নিরাপদ আবাসনের স্বপ্নপূরণ করে তাদের মনে স্থান করে নিয়েছে।

মাস্টার বিল্ডার লিমিটেড এর সকল প্রজেক্টে দেশের সেরা স্থপতি ও ডিজাইনার দ্বারা প্ল্যান ও ডিজাইন করা হয়। এছাড়া অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীর এবং তত্ত্বাবধায়ক টিম এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নির্মাণ কাজে মানসম্মত নির্মাণ  সামগ্রী ব্যবহার, চুক্তিবদ্ধ সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ ও হস্তান্তর এবং গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের মাধ্যমে মাস্টার বিল্ডার লিমিটেড ইতিমধ্যে সকল মহলে ব্যাপক সুনাম অর্জন করেছে। মাস্টার বিল্ডার লিমিটেড ১০০০ টির বেশী ফ্ল্যাট হস্তান্তর করেছে।

শনিবার (১৮ জানুয়ারী) গল্‌ফ গার্ডেন, আর্মি গল্‌ফ  ক্লাব ঢাকাতে জাঁকজমকভাবে উদযাপিত হলো মাস্টার বিল্ডার লিমিটেড এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মেসেঞ্জার/তুষার