ঢাকা,  রোববার
১৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পর্দা নামলো ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০০, ১৮ জানুয়ারি ২০২৫

পর্দা নামলো ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

ছবি : মেসেঞ্জার

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ১৫-১৮ জানুয়ারি, চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ - উইনটার এডিশন। একইসাথে অনুষ্ঠিত হয় ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫।

১৫ জানুয়ারি, বুধবার, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে প্রদর্শনী দুটির উদ্বোধন করা হয়। পাশাপাশি, প্রদর্শনী চলাকালীন ৪টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৪:৩০টা পর্যন্ত জিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-আয়োজনে ‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইন্সসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার; ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সহ-আয়োজনে ‘ড্রাইভিং টেক্সটাইল কমপিটিটিভনেস: সাপ্লাই চেইন্স অ্যাজ দ্যা গেম চেঞ্জার’ শীর্ষক সেমিনার এবং বিকাল ২:৩০টা থেকে ৪:৩০টা পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সহ-আয়োজনে ‘ফ্রম ফেব্রিক্স টু ফ্যাশন: দ্যা কম্পিটেটিভ এডজ অফ গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার এবং ১৭ জানুয়ারি বিকাল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত দ্যা ডেইলি সানের সহ-আয়োজনে ‘স্ট্রেন্থেনিং লোকাল-গ্লোবাল সিনার্জিজস ইন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক ট্রেড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এ প্রদর্শনীতে গতবারের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি দর্শনার্থী এসেছেন যা বি-টু-বি প্রদর্শনীর জন্য একটি মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রশাসক, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সং ইয়াং, কমার্শিয়াল কনস্যুলেট, দ্যা অ্যাম্বাসি অফ দ্যা পিপল'স রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ এবং মোহাম্মদ হাতেম, সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, সেক্রেটারি অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার (ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), প্রধান উপদেষ্টার কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; ঝাং জিয়ান, সেক্রেটারি, দ্যা অ্যাম্বাসি অফ দ্যা পিপল'স রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন ঝাং তাও, ভাইস প্রেসিডেন্ট, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এবং সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

১৫ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৪:৩০টা পর্যন্ত জিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইন্সসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার। সেমিনার পরিচালনা করেন সেমস-গ্লোবালের চিফ কনসালট্যান্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মামুন হাবীব পিএইচডি। সেমিনারে আরও বক্তব্য রাখেন মো. রোকনুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, রোটেক্স বাংলাদেশ লিমিটেড; মো. নুর-ই-আলম অনিক, ডেপুটি রিজিওনাল ম্যানেজার (দক্ষিণ এশিয়া), জিসিএল ইন্টারন্যাশনাল এবং ফারজানা মিতা, সহযোগী অধ্যাপক, অ্যাডিশনাল হেড, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এএমএমটি), শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। সেমিনারে বিভিন্ন সেক্টরের দেড় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

বক্তারা আপস্ট্রিম কার্যক্রম, ডাউনস্ট্রিম কার্যক্রম এবং এর মূল বিষয়গুলো নিয়ে কথা বলেন। রিসাইক্লিং সাপ্লাই চেইন, রিভার্স লজিস্টিকস, গ্লোবাল সাপ্লাই চেইন চ্যালেঞ্জ প্রভৃতি নিয়েও কথা বলেন। বক্তারা টেক্সটাইল সোর্সিংয়ের জন্য টেকসই সোর্সিং কৌশলের মূল বিষয়গুলি এবং পরিবেশবান্ধব সাপ্লাই চেইনের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে খরচ এবং সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা, বিশ্বায়ন এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারে জোর দেন।

১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ড্রাইভিং টেক্সটাইল কমপিটিটিভনেস: সাপ্লাই চেইন্স অ্যাজ দ্যা গেম চেঞ্জার’ শীর্ষক সেমিনার। সেমিনার পরিচালনা করেন বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট নকীব খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ আনোয়ার, হেড অফ সাপ্লাই চেইন, আর-পেক বাংলাদেশ লিমিটেড। সেমিনারে আরও বক্তব্য রাখেন মো. ফেরদৌস খান রোমান, হেড অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাপটেক গ্রুপ এবং মোঃ আফসার হোসেন, সিইও, ট্রান্স ট্রেড ইন্টারন্যাশনাল এবং ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি। সেমিনারে বিভিন্ন সেক্টরের শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

নকীব খান সেমিনারের শুরুতে আলোচ্য বিষয় উপস্থাপন করেন এবং বাংলাদেশের অর্থনীতিকে চালিত করতে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা বাংলাদেশের অর্থনীতিতে একটি গেম চেঞ্জার হতে পারে বলে মন্তব্য করেন। বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত পোশাক খাতের ওপর নির্ভর, কাজেই এ শিল্পকে এগিয়ে নিতে কার্যকর সাপ্লাই চেইন ব্যবস্থাপনা প্রয়োজন।

১৬ জানুয়ারি বিকাল ২:৩০টা থেকে ৪:৩০টা পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ফ্রম ফেব্রিক্স টু ফ্যাশন: দ্যা কম্পিটেটিভ এডজ অফ গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার। সেমিনার পরিচালনা করেন সেমস-গ্লোবালের চিফ কনসালট্যান্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ইঞ্জিনিয়ার এ এন এম আহমেদ উল্লাহ (পিএইচডি), ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাউথইস্ট ইউনিভার্সিটি; মোঃ মাহমুদুর রহমান মিলন, কো-চেয়ারম্যান, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন প্রেস অ্যান্ড মিডিয়া; মাশরাকা বিনতে মোশাররফ, স্বত্বাধিকারী, ক্রিয়েটিভ কানেকশনস; সোহালী সাজিয়া মিথিলা, প্রতিষ্ঠাতা ও সিইও, বিডোরা ব্যাগ ও হস্তশিল্প। সেমিনারে বিভিন্ন সেক্টরের শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

বক্তারা কিভাবে বিভিন্ন দেশে কাঁচামাল সংগ্রহ করা হয় এবং এই প্রক্রিয়া কীভাবে বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার দ্বারা প্রভাবিত হয় তা নিয়ে আলোচনা করেন। আলোচকবৃন্দ বর্তমানে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের দিকে ধাবিত হওয়ার আহবান জানান। পাশাপাশি, সাপ্লাই চেইনের মান বজায় রাখতে কি কি কৌশল অবলম্বন করা প্রয়োজন তা নিয়েও আলোচনা করেন।

১৭ জানুয়ারি বিকাল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত দ্যা ডেইলি সানের সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘স্ট্রেন্থেনিং লোকাল-গ্লোবাল সিনার্জিজস ইন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক ট্রেড’ শীর্ষক সেমিনার। সেমিনার পরিচালনা করেন ডেইলি সানের ডেপুটি এডিটর বায়েজিদ মিল্কি। সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী, উপ-উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি; এ. কে. এম সাইফুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজিং অ্যাসোসিয়েশন (বিজিবিএ); আমের সেলিম, বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত গ্রিন গার্মেন্টস কারখানা নিট এশিয়া লিমিটেডের পরিচালক; মোহাম্মদ সোহেল, ব্যবস্থাপনা পরিচালক, বাংলা পোশাক লিমিটেড এবং মোহাম্মদ মাসুদ কবির, ব্যবস্থাপনা পরিচালক, মোটেক্স ফ্যাশন। সেমিনারে বিভিন্ন সেক্টরের শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাওয়া উচিত। গার্মেন্টস সাসটেইনেবিলিটির চেয়ে ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটির ওপর বক্তারা জোর দেন। প্রতিটি কারখানা সবুজ করা উচিত, জমি কেনা থেকে শুরু করে পণ্য প্রস্তুত করা পর্যন্ত তথা কারখানার সবুজায়নে সর্বাধিক নজর দিতে হবে বলেও বক্তারা অভিমত পোষণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে ১৫-১৮ জানুয়ারি ২০২৫ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী চলে। প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করে।

মেসেঞ্জার/তুষার