ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

এক বছর পর্যন্ত প্রলম্বিত (ডেফার্ড) ঋণপত্র খুলতে পারবে ব্যাংকগুলো

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:১৮, ২০ জানুয়ারি ২০২৫

এক বছর পর্যন্ত প্রলম্বিত (ডেফার্ড) ঋণপত্র খুলতে পারবে ব্যাংকগুলো

ফাইল ছবি: বাসস

এখন থেকে আমদানি দায় পরিশোধের জন্য এক বছরের জন্য প্রলম্বিত (ডেফার্ড) ঋণপত্র খুলতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ, এলসির অর্থ পরিশোধে সর্বোচ্চ এ সময় পাবে তারা।

বাংলাদেশ ব্যাংক সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক আমদানি করা কাঁচামাল ও কৃষি উপকরণের জন্য অর্থপ্রদানের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করেছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ধারাবাহিক আমদানি, কৃষি উপকরণ এবং রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানির জন্য বিলম্বিত অর্থপ্রদানের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। চলমান ডলার সংকটের প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুবিধা ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের আওতাধীন আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ৩০ জুন জারি করা এক সার্কুলারে আমদানির বিলম্বিত অর্থপ্রদানের সময়সীমা ৩৬০ দিন পর্যন্ত বৃদ্ধি করেছিল, যার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

নতুন সার্কুলার অনুযায়ী, গ্রাহকরা নির্ধারিত সময় পার হওয়ার পর বৈদেশিক মুদ্রার আমদানি দায় পরিশোধের সময় আর বাড়াতে পারবেন না।

এই বর্ধিত সময়সীমা বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি আনবে বলেও আশা করা হচ্ছে।

মেসেঞ্জার/তুষার