ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ব্যুফে ও রুম প্যাকেজে ঢাকা রিজেন্সির অফার 

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:৩৩, ২৩ জানুয়ারি ২০২৫

ব্যুফে ও রুম প্যাকেজে ঢাকা রিজেন্সির অফার 

ছবি: সৌজন্য

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট তাদের অতিথিদের জন্য চমকপ্রদ অফারের ঘোষণা দিয়েছে। নতুন বছরের আনন্দকে আরও বেশি রঙিন করে তুলতে অতিথিদের জন্য হোটেলের প্রতিটি সার্ভিসে আকর্ষণীয় অফার গুলো ঢেলে সাজানো হয়েছে । ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে স্পেশাল ব্যুফে এবং রুম প্যাকেজের আকর্ষণীয় অফার।   

ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে উপভোগ করুন স্থানীয় ও আন্তর্জাতিক নানা ধরনের সুস্বাদু খাবারের ব্যুফে  মাত্র ৫৫৫৫ টাকায়! সাথে ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারস , ঢাকা রিজেন্সির ফ্যান গ্রুপ মেম্বারস এবং সিলেক্টেড কার্ড হোল্ডারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান এর সুযোগ তো থাকছেই !!পরিবার, বন্ধুবান্ধব, বা অফিস কলিগদের নিয়ে একসঙ্গে খাবারের আনন্দ উপভোগ করার জন্য এই অফারটি একদম পারফেক্ট।নানা ধরনের দেশী - বিদেশী মুখরোচক মেনুর সমন্বয়ে এই নৈশ ব্যুফেতে থাকছে সুস্বাদু খাবারের বিশাল সম্ভার।

রোমান্টিক পরিবেশে প্রিয়জনের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটানোর জন্য থাকছে স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার মাত্র ৬৬৬৬ টাকায় । ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ অফারগুলোর মধ্যে থাকছে ব্যুফে ব্রেকফাস্ট সহ কাপল স্টে মাত্র ১০৫৫৫ টাকায়, যা চমৎকার সুবিধাসমূহের সমন্বয়ে তৈরি। প্রিয়জনের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরিতে ঢাকা রিজেন্সি একদম পারফেক্ট ও অঙ্গীকার বদ্ধ ! ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের বিশেষ অফার উপভোগ করুন এবং আপনার প্রতিটি মুহূর্ত স্মরণীয় করে তুলুন।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন  01713332661 নম্বরে অথবা ভিজিট করুন ঃ https://www.facebook.com/dhakaregencyhotel/
 

মেসেঞ্জার/জেআরটি