ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:২৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

আইএফআইসি ব্যাংক পিএলসি এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ শনিবার (১ ফেব্রুয়ারি) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।

সম্মেলনে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব এবতাদুল ইসলাম, জনাব ড. সাজ্জাদ জহির, জনাব কাজী মো. মাহবুব কাশেম এফসিএ। উক্ত সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সারা দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন। এ সময় আলোচকবৃন্দ ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলীপ কুমার মন্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। পরিশেষে প্রশ্নউত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।

মেসেঞ্জার/তুষার