ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

তেঁতুলিয়ায় সুপার ব্র্যান্ডিং শপ স্বপ্ন’র উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

তেঁতুলিয়ায় সুপার ব্র্যান্ডিং শপ স্বপ্ন’র উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চালু হলো দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারে বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন সুপার মার্কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ মতো পণ্য নির্বাচন করে উদ্বোধনী বিভিন্ন ডিসকাউন্টে কিনতে দেখা যায় পণ্য।

কয়েকজন ক্রেতা বলেন, দেশের অন্যতম সুপার শপ স্বপ্ন। একই ছাদের নিচে সব ধরণের পন্য তা অভাবনীয়। এখানে এসে পছন্দের পণ্য সাশ্রয়ী দামে কিনতে পারছি। বেশ ভালো লাগছে, সুন্দর পরিবেশ। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

জানা যায়, তেঁতুলিয়া ব্র্যান্ডিং এ শপটি এনেছেন দুই নারী উদ্যোক্তা। তাদের একজন তানজিলা আক্তার হ্যাপি ও অপরজন মুন্নি আক্তার। এদের মধ্যে হ্যাপি জানান, দীর্ঘ দিন ঢাকায় ছিলাম। ঢাকায় থাকার সময়েই স্বপ্ন-তে কেনাকাটা করতাম। তখন থেকেই স্বপ্নের মতো কিছু করার কথা ভেবেছিলাম। উত্তরের পর্যটন এলাকা তেঁতুলিয়ায় দেশের অন্যতম সুপার শপ ব্যান্ড স্বপ্ন আনতে পারায় আমি খুবই খুশি ও আনন্দিত। আশা করছি সব ধরণের ক্রেতারা ন্যায্য মূল্যে পছন্দের পণ্য কিনতে পারবেন।

স্বপ্ন’র আউটলেটের রংপুর বিভাগীয় ম্যানেজার শাহিনুর রহমান সুমন বলেন, এসিআই গ্রুপের একটি সিস্টার্স কনসার্ন ব্র্যান্ডিং সুপার শপ স্বপ্ন। অনেক দিনের প্রত্যাশা ছিল দেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় স্বপ্ন সুপার শপের চালু করার। আজ তা বাস্তবায়িত হলো। চেষ্টা করবো আপনাদের (ক্রেতা) সকল ধরণের চাহিদা পূরণ করার জন্য। আপনারা আমাদের সহযোগিতা করবেন। তেঁতুলিয়াবাসী যারা নিয়মিত এখানে শপিং করবেন আমরা চেষ্টা করবো আপনাদের অভিযোগ, আপনাদের আবদার, আপনাদের প্রোডাক্টের কি কি চাহিদা থাকে তা আমাদের রেজিস্ট্রারের খাতায় লিখে দিয়ে যাবেন।

আর যদি কোন প্রোডাক্ট লোকালি পাওয়া যায় বাংলাদেশের কোথাও পাওয়া যায় না সেটাও যদি কোড করে সেলস করতে হয়, সে কাজটিও তেঁতুলিয়াবাসীর জন্য করে দিব। এটা অন্য কোথাও এভাবে চাওয়া হয়নি। আর আমাদের এখানে বেশ কিছু প্রোডাক্টের অফার থাকে, যেমন একটি কিনলে আরেকটি ফ্রি, তিনটি কিনলে একটি ফ্রি, দুইটা কিনলে দুইটা ফ্রি, অর্ধেক দাম, ১০ পার্সেন্ট, ২০ পার্সেন্ট এরকম অনেক ধরণের ডিসকাউন্ট থাকবে। আপনারা আসবেন, ন্যায্য মূল্যে এ ডিসকাউন্ট উপভোগ করবেন। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার করবেন। সুন্দর পরিবেশে পছন্দ মত পণ্য কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আলেম মাওলানা আব্দুল হান্নান, চৌরাস্তা জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমান, ওসমান গনি শিশির, তোফায়েল আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেসেঞ্জার/দোয়েল/তুষার