
ছবি : মেসেঞ্জার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি মামলায় নীলফামারী-১ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টায় রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ির একটি ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল।
মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গেলো বছর ৫ আগস্ট পতিত সরকার প্রধান পালিয়ে যাওয়ার পর সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্লাটের মৃত লাইফের স্ত্রী মৌসুমীর রুম ভাড়া নিয়ে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ।
পুলিশ কমিশনা আরও জানান, সাবেক এমপি আফতাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ আগস্ট রংপুর রাজারামোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামী। এ মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নীলফামারীর ডিমলায় হত্যা চেষ্টা (মামলা নং ২৬, তারিখ ২৮-০৯-২০২৪) এবং নীলফামারী সদর থানার হত্যা চেষ্টা (মামলা নং২২, তারিখ ১৭-০৯-২৪) মামলার আসামী।
পুলিশ কমিশনার মজিদ আলী আরও জানান, সাবেক এমপি আফতাব উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ও মাস্টারমাইন্ড ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন, নিপীড়নের অভিযোগ আছে। তাকে কোতয়ালী থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান পুলিশ কমিশনার।
মেসেঞ্জার/তুষার