কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা কুমিল্লা থেকে ঢাকায় সপ্তাহে একদিন (শুক্রবার অথবা শনিবার) বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্মারকলিপিতে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে সেই স্মারকলিপি উপাচার্য বরাবর প্রদান করেন তারা।