ছবি : মেসেঞ্জার
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্থাপত্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে 'স্থাপত্য উৎসব ২০২৩'।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এর সভাপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ।
একই দিন বিকেলে স্থাপত্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর পরই শুরু হয় স্থাপত্য বিষয়ক সেমিনার। সেমিনারে দেশের বরেণ্য স্থপতিগণ প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সন্ধ্যায় উৎসবের পরবর্তী অংশে পিঠা উৎসব, ফানুস উত্তোলন, প্রদীপ সন্ধ্যা এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।
মেসেঞ্জার/নাজমুল/আপেল