ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পবিপ্রবিতে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ৮ ডিসেম্বর ২০২৩

পবিপ্রবিতে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পবিপ্রবির ২টি কেন্দ্রে আবেদনকারীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পটুয়াখালী জেলার মোট ৪১টি কেন্দ্রের মধ্যে পবিপ্রবির প্রশাসনিক ভবন একাডেমিক ভবনে মোট হাজার আবেদনকারীর আসন বিন্যস্ত ছিলো।

এর মধ্যে প্রশাসনিক ভবনে ১০৬৫ জন একাডেমিক ভবনে ১০২১ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পবিপ্রবি কেন্দ্রের সচিব আবু সুয়েম বলেন, ‘প্রাথমিকের শিক্ষকরা দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। আর সেই প্রাথমিকের শিক্ষকদের নিয়োগ পরীক্ষায় আমাদের বিশ্ববিদ্যালয়ও অংশ হয়েছে এটা একটা সুন্দর বিষয়। আমরা সফলভাবে এর কার্যক্রম সফল করতে পেরেছি, তাই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই

জানা যায়, রংপুর, বরিশাল সিলেট বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা হয়।

প্রথম পর্বে রংপুর, বরিশাল সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ছিলো লাখ ৬০ হাজার ৬৯৭।

মেসেঞ্জার/তুহিন/আপেল