ঢাকা,  শনিবার
২৯ জুন ২০২৪

The Daily Messenger

ইবিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ২৬ জুন ২০২৪

ইবিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছবি : মেসেঞ্জার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডীন প্রফেসর আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।

এ সময় উপস্থিত ছিলেন ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, সদস্য প্রফেসর ড. এমতাজ হোসেন ও প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এ ছাড়া অধ্যাপক ড. মনজুরুল হক, প্রফেসর ড. রুহুল আমিন ভূঁইয়া, ড. অলিউর রহমান পিকুল, মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল মুইদ বাবুল, গোলাম মাহফুজ মঞ্জু, মীর সিরাজুল ইসলাম রিপু, খন্দকার আব্দুল  মজিদ, মোঃ লুৎফর রহমান, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, আরিফ হোসেন তুহিন, মোঃ সাবদার হোসেন, মোয়াজ্জেম হোসেন, রিসানুজ্জামান স্বপন, ইয়ারুল ইসলাম, আব্দুল মান্নান, মোঃ মতিউর রহমানসহ প্রায় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়া বাজার এলাকায় দোয়ার আয়োজন করেছে ইবি শাখা ছাত্রদল। এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দিন, উল্লাস মাহমুদ, সদস্য রাফিজ আহমেদ, সাক্ষর, অংকন, আবিদ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রিয়াদ/শাহেদ

Advertisement