ঢাকা,  মঙ্গলবার
০২ জুলাই ২০২৪

The Daily Messenger

আজ থেকে ৪৪ দিন বন্ধ সব কোচিং সেন্টার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:২৮, ২৯ জুন ২০২৪

আজ থেকে ৪৪ দিন বন্ধ সব কোচিং সেন্টার

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ৪৪ দিন সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

এর মধ্যে ছাত্র সংখ্যা লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখা লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র হাজার ৭২৫ টি মোট শিক্ষাপ্রতিষ্ঠান হাজার ৪৬৩ টি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র সংখা লাখ ৩৩ হাজার ৬৮০ জন এবং ছাত্রী সংখা লাখ ৯৪ হাজার ৬০১ জন। মোট কেন্দ্র হাজার ৫৬৬ টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান হাজার ৮৭০টি। আলিম পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৭৬ জন।

মেসেঞ্জার/ফামিমা