ঢাকা,  মঙ্গলবার
০২ জুলাই ২০২৪

The Daily Messenger

জবি শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি রোববার

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২৯ জুন ২০২৪

জবি শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি রোববার

ছবি : মেসেঞ্জার

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এর বিষয়ে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ না করায় রোববার (৩০ জুন) পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (২৯ জুন) জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক . মো. মমিন উদ্দিন সাধারণ সম্পাদক . শেখ মাশরিক হাসান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রোববার (৩০ জুন) সকাল টা ৩০টা থেকে বিকেল টা ৩০টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এদিন দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে চলমান পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

মেসেঞ্জার/ইমরান/আপেল