ঢাকা,  শনিবার
০৬ জুলাই ২০২৪

The Daily Messenger

কোটা বিরোধী আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীদের ট্রেন অবরোধ

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ১৭:৩৬, ৩ জুলাই ২০২৪

কোটা বিরোধী আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীদের ট্রেন অবরোধ

ছবি : মেসেঞ্জার

ময়মনসিংহে চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার ( জুলাইদুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জব্বারের মোড় রেলক্রসিং এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় প্রায় দেড় ঘন্টা ময়মনসিংহের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটিকে আটকে ইঞ্জিনের সামনে অবস্থান নেয়। এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। এসময় আন্দোলনকারিরা চাকরিতে সকল ধরনের কোটা বাতিলের দাবি জানান।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, মুক্তিযোদ্ধারা আজীবন সর্বোচ্চ সম্মানের যোগ্য। তবে তাঁদের সম্মান দেওয়ার নাম করে কোটা প্রথার মাধ্যমে সাধারণ শিক্ষার্থী চাকরিপ্রার্থীদের সাথে চরম বৈষম্যের চেষ্টা করা হচ্ছে। বাংলার ছাত্রসমাজ এটি কিছুতেই মেনে নিবে না। জুলাইয়ে কোটার বিষয়ে যে রায় হবে সেখানে আমরা মেধাবীদের জয় দেখতে চাই। আর তা না হলে দেশের সমগ্র ছাত্রসমাজ একযোগে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি প্রদান করা হয়।

মেসেঞ্জার/নজরুল/মুমু