ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জাফরিন-খালিদের নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাব

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ৬ জুলাই ২০২৪

জাফরিন-খালিদের নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাব

ছবি : মেসেঞ্জার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাবের ২০২৪-২৫ রোটারি বর্ষের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাফরিন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ আহমেদ সাইফুল্লাহ।

শুক্রবার ( জুলাই) রাতে ভার্চুয়াল মাধ্যমে সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাজহারুল ইসলাম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে সুমাইয়া ইসলাম সুচি দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি জাফরিন হোসেন বলেন- 'প্রায় বছরের যাত্রা রোটার‍্যাক্ট ক্লাবের সাথে।

জেনারেল মেম্বার থেকে টিসিপরবর্তীতে ডিরেক্টর অফ পাবলিক রিলেশনস এবং এখন প্রেসিডেন্ট। নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে তবে একটু ভয় কাজ করছে। ইন শা আল্লাহ সকলকে নিয়ে ভালো ভালো উদ্যোগের মাধ্যমে সুন্দর একটি যাত্রা হবে আমাদের।'

সাধারণ সম্পাদক খালিদ বলেন - 'দায়িত্ব পেয়ে ভালো লাগছে। ইনশাআল্লাহ ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবো, এই প্রত্যাশা থাকবে।'

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্লাবটি বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালে আশিকুল হক আল মাসুম এবং অজিত চন্দ্র দাসের নেতৃত্বে প্রথম যাত্রা শুরু করে।

মেসেঞ্জার/রোকন/আজিজ

×
Nagad