ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে নবীনবরণ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:০১, ১৪ জুলাই ২০২৪

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে নবীনবরণ

ছবি : সৌজন্য

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-ইউএপি এর স্প্রিং-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে।

রোববার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ মোশতাক আহমেদ।

এছাড়া স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যবসায় প্রশাসনের বিভাগের প্রধান সারোয়ার আর চৌধুরী, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্র কল্যাণ পরিচালক এএসএম মহসিন বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বিশ্ববিদ্যালয়ের চার প্রাক্তন শিক্ষার্থীও কথা বলেন। শেষে নবীন শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মেসেঞ্জার/সজিব