ছবি : মেসেঞ্জার
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "বিবর্তনের বনায়ন"। পুরো বর্ষাকাল জুড়ে সংগঠনটির উদ্যোগে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরো সবুজায়ন করতে, পার্শ্ববর্তী হলরোডে ছায়াময় পথ তৈরির উদ্দেশ্য নিয়ে এবং পরবর্তী প্রজন্ম যেন পরিছন্ন বায়ুতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে এই লক্ষ্য নিয়ে "বিবর্তনের বনায়ন" সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনটির পক্ষ থেকে এ বছর ১০ দিনব্যাপী রোপন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচি প্রথম দিনেই শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডে ৫০ টি সুপারের চারা এবং ৯টি কাট গোলাপ গাছ রোপন করেছেন। সংগঠনটি এবছর ২০০ টির বেশি চারা রোপণের পরিকল্পনা করেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোক্তারা এ বিষয়ে বলেন,"২০২৩ সালে বর্ষাকালে আমরা একশোর বেশি দেশীয় গাছের চারা রোপন করি এবং গাছগুলোর বেড়ে ওঠা নিশ্চিত করতে সেগুলোর তত্ত্বাবধান করি।
এ বছরও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ স্বপ্ন পূরণ আমরা সিনিয়র জুনিয়র সহপাঠী সহ সকলকে আমাদের পাশে চাই। কারণ লক্ষ্য যখন সবুজ পৃথিবী, পরিচ্ছন্ন বায়ু এবং বুক ভোরের সতেজ নিঃশ্বাস সেখানে বিবর্তনের বনায়ন অপরিহার্য।"
মেসেঞ্জার/ফারুক/তারেক