ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

মহাসড়কে আগুন জ্বালিয়ে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ১৮ জুলাই ২০২৪

মহাসড়কে আগুন জ্বালিয়ে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবিঃ মেসেঞ্জার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় শিক্ষার্থীদের হাতে বাঁশ ও লাঠি-সোঁটা দেখা যায়।

আবাসিক হল খুলে দেয়ার দাবি, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদেরকে হত্যাকারী খুনিদের বিচার দাবিতে দেশব্যাপী 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির আওতায় এই কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের 'বঙ্গবন্ধুর বাঙলায়, বৈষম্যের ঠাঁই নাই, 'শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না', 'আমার ভাই নিহত কেন, প্রশাসন জবাব চাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'কোটা না মেধা, মেধা মেধা', 'আপষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম'—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মেসেঞ্জার/রিয়াদ/তারেক

×
Nagad