ছবি : মেসেঞ্জার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কৃষি অনুষদের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো: তরিকুল ইসলামকে পবিপ্রবির ১৮-১৯ সেশনের সকল শিক্ষার্থী চলমান কোটা আন্দোলনের বিরোধিতার সাথে সম্পৃক্ত থাকায় তাকে বয়কট করেন।
পবিপ্রবির বয়কটকৃত ছাত্রলীগ এই নেতার পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করেছেন সকলের কাছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) পবিপ্রবি শিক্ষার্থীদের অভ্যন্তরীণ পবিপ্রবিয়ান গ্রুপে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ক্ষমা চান।
সাধারণ শিক্ষার্থীদের বয়কটকৃত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমি মোঃ তারিকুল ইসলাম কৃষি অনুষদের ২০ তম ব্যাচের ২০১৮-১৯ সেশনের "বয়কটকৃত" শিক্ষার্থী।
আমি পবিপ্রবিয়ান এর মডারেটর, আমি সজ্ঞানে ও স্বেচ্ছায় পবিপ্রবিতে কোটা সংস্কার আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখার জন্য কোটা সংস্কার আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট সংক্রান্ত সকল পোস্ট "PSTUian পবিপ্রবিয়ান" গ্রুপ থেকে ডিলেট করেছি। আমি আমার অন্যায় বুঝতে পেরে অনুতপ্ত। তাই আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
মেসেঞ্জার/তুহিন/আপেল