ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কুবিতে রোববার খুলবে হল, ১২ তারিখ থেকে অনলাইন ক্লাস

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৯, ৮ আগস্ট ২০২৪

কুবিতে রোববার খুলবে হল, ১২ তারিখ থেকে অনলাইন ক্লাস

ছবি : মেসেঞ্জার

আগামী রোববার (১১ আগস্ট) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো। পাশাপাশি ১২ আগস্ট থেকে অনলাইনে ক্লাস ও ২৫ আগস্ট থেকে শুরু হবে সশরীরে ক্লাস ও পরীক্ষা।

বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০ টায় ৯৯তম সিন্ডিকেটে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

তিনি জানান, কেবল বৈধ শিক্ষার্থীরাই আবাসিক হলগুলোতে থাকতে পারবে। ছাত্রত্বহীন কেউ থাকতে পারবেন না। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সিট বন্টন করা হবে। 

উল্লেখ্য, এর আগে গত ১৭ জুলাই ৯৮ তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।

মেসেঞ্জার/অনন/আজিজ