ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পবিপ্রবিতে বরিশাল স্টুডেন্টন্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪

পবিপ্রবিতে বরিশাল স্টুডেন্টন্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

ছবি: মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বরিশাল স্টুডেন্টন্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৪-২৫ এর জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি ইনামুস জাহান ইফতি এবং সাবেক সাধারণ সম্পাদক ইহসানুল হক পাভেল এবং উপদেষ্টাগণের স্বাক্ষরিত প্রেসে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান সজল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফজলে রাব্বী। নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে রমজান শেখ।

এছাড়াও সহ-সভাপতি নিযুক্ত হয়েছেন- আহমেদ নিলয়, আল নোমান, প্রণয়ন সিংহ, মহিউদ্দিন আহমেদ অমি, রিফাতুল ইসলাম, সৈয়দ ইমাম হোসেন স্বাধীন, মো: শিমুল ইসলাম, এজাজ আহমেদ তন্ময়, হাবিবুর রহমান, লিটন রয়, শুভজিৎ রয় তুর্য্য, তাফরিন মল্লিক, তানভির সানী, উম্মে নাবিলা, ইন্দ্রিরা হালদার, বেলাল চৌধুরী, হাসান মোর্শেদ, আরিফা ঐশী, আশরাফ আহমেদ ইমন, শতাব্দী দাস।

যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন -তাসিন হাসান, শাহরিয়ার ইমন, ফারহান ইশরাক খান সৌমিক, মো: তৌহিদুল ইসলাম, কলি আক্তার, ইমরান রাহাত, ফাতেমা ইয়াসমিন তন্নি, শাহরিয়ার আফ্রিদি, সুরাইবা ইভা, রবিউল ইসলাম, মো: পারভেজ, মনিষ বসু, রুহিত শাহ, রিস্তা আক্তার নিপা, হাবিবা আইরিন সুমাইয়া, অজিৎ বৈদ্য, নির্ঝর তরী, হাবিবুর রহমান খান রাতিন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন -সৌমিত্র সরকার, ফারহান ইবনে সালেহ তনু, জহিরুল ইসলাম আরফিয়াজ, নাদিম রহমান, উজ্জল পাল, ইমনুল হাসান, মেহেদী হাসান ইমন, তৈমুর সাকিব, সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মেহেরীন বিনতে খান, জাহিদ হাসান সাকিব, নাফিজ রায়হান, কল্যান, সজ্জন অনন্যা, ঐশ্বর্য মজুমদার, শুভ্রদেব রায়, কাজী নিলয় আফরিন লাজ, তন্ময় সাহা, সাকিফা ইসলাম ছোয়া,  সুভ্রত বিশ্বাস, সায়হাম মাহবুব ফেরদৌস, মেহেদী হাসান সিহাব, রাহিক আব্দুলাহ, শাহরিয়া আলম ইরিত্রা, জুলকার নাইন অলিফ, মাইশা মুমতাজ, সিরাজুম মুনিরা স্বর্ণা, ফাহিম আল নাহিদ, সুমাইয়া আক্তার, তৌফিকা করিম রুপা।

মেসেঞ্জার/তুহিন/শাহেদ