ঢাকা,  শুক্রবার
২০ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ঢাবিতে চোর সন্দেহে পিটুনিতে ১ ব্যক্তির মৃত্যু

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাবিতে চোর সন্দেহে পিটুনিতে ১ ব্যক্তির মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে শিক্ষার্থীদের পিটুনিতে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যাক্তির নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে। তার পিতা-মাতা বেঁচে নেই। তোফাজ্জল মানসকিভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গছে।

সূত্র মতে, এফএইচ হলে ক্রিকেট টুর্নামেন্ট চলমান ছিল। এসময় ছয়টি মোবাইল ও ৪টি মানিব্যাগ চুরি হয়। এর আগেও হলে কয়েক দফায় চুরির ঘটনা ঘটে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চোর সন্দহেে তোফাজ্জলকে আটকরে পর গস্টেরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা র্পযন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। একর্পযায়ে ওই যুবককে ক্যান্টিনে খাবার খাওয়ান তারা। এরপর পুণরায় কয়েক দফা মারধর করেন তারা।

রাত ১০টার দিকে হলরে হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালে নিয়ে যায় কয়কেজন শিক্ষার্থীরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রখেইে সরে যান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দনি আহমদে বলনে, ক্যাম্পাসের মধ্যে এ ধরনরে ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না। কউে চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারো নেই। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেস্টা করা হচ্ছে। এ ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।

মেসেঞ্জার/নকীব/আজিজ

×
Nagad