ঢাকা,  রোববার
২২ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পবিপ্রবিতে বায়োস্কোপ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৪

পবিপ্রবিতে বায়োস্কোপ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ ক্যাম্পাসে এনিম্যাল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সংগঠন 'বায়োস্কোপ' এর সপ্তম (৭ম) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পবিপ্রবির নতুণ একাডেমিক ভবনে এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এএনএসভিএম অনুষদের এনিম্যাল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সংগঠন বায়োস্কোপের সংস্কৃতি-মনা শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেনারেল এনিম্যাল সায়েন্স এন্ড এনিম্যাল নিউট্রিশন ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ শাহবুবুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বায়োস্কোপের সাধারণ সম্পাদক মোঃ শাইখ ইকবাল অনন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান সালমা, উপ-অর্থ সম্পাদক সানজিদা রহমান আনিতা এবং কার্যকরী সদস্য আল আরাবি মাদ্রাফি।

এসময় সাধারণ সম্পাদক অনন্ত বায়োস্কোপের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করেন এবং সংগঠনের পরবর্তী বিভিন্ন কার্যক্রম এবং করণীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। সবশেষে কেক কেটে এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের ইতি টানা হয়।

মেসেঞ্জার/তুহিন/তারেক

×
Nagad