ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বশেফমুবিপ্রবির নতুন উপাচার্য ঢাবির অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান

বশেফমুবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ২১ অক্টোবর ২০২৪

বশেফমুবিপ্রবির নতুন উপাচার্য ঢাবির অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান

ছবি : মেসেঞ্জার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছাঃ রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আইন-২০১৭ ধারা ১০ (১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মেসেঞ্জার/শাহারিয়া/তারেক