ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সামার স্কুল পোস্টার প্রেজেন্টেশনে ইউআইটিএস উপাচার্য

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৩৮, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৫০, ৩০ অক্টোবর ২০২৪

সামার স্কুল পোস্টার প্রেজেন্টেশনে ইউআইটিএস উপাচার্য

ছবি: সৌজন্য

"Summer School on Communication Skill and Research Poster Presentation" -এ অংশগ্রহণ করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর উপাচার্য।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী "Summer School on Communication Skill and Research Poster Presentation" ২৫ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য এবং সামার স্কুলের উপদেষ্টা কমিটির সদস্য, আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত সামার স্কুলে, গবেষণা পোস্টার উপস্থাপন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং প্রতিযোগীতা শেষে বিজয়ীদের সনদ প্রদান করা হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছিত এবং মূল প্রবন্ধ উপস্থাপনার অধিবেশনে সভাপতিত্ব করেন একই বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম আক্তার হোসেন।

“বোধগম্য ভাষায় গবেষণা ফলাফল উপস্থাপন” শিরোনামের অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ শামস বিন তারিক। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আজম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহাপরিচালক, বাংলা একাডেমি; আলতাফ পারভেজ, গবেষক এবং লেখক; ড. নাজিয়া চৌধুরী, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; ফিরোজ আহমেদ, লেখক ও প্রকাশক; সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, নাট্যকার ও নির্দেশক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছিত।

মেসেঞ্জার/ফামিমা