ছবি : মেসেঞ্জার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’ শীর্ষক সেমিনারে সাইবার অপরাধ, অপরাধের ধরণ, বাংলাদেশে বিভিন্ন সাইবার অপরাধের পরিসংখ্যান, সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকতে করণীয়, অভিযোগ দাখিলের পদ্ধতি ও ভুক্তভোগীদের করণীয় ও সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুর রাজ্জাক।
বিশিষ অতিথি ছিলেন মেকাট্রনিক্স বিভাগের প্রধান মো. ফিরোজ আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) রাজশাহী বিভাগীয় ট্রুথ অ্যাম্বাসেডর প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অনলাইনে সহকারী রিসোর্সপার্সন ছিলেন সিসিএ ফাউন্ডেনের স্কিল ডেভেলপমেন্ট ও রিসার্চ সেলের সদস্য মো. আব্দুল মুনেম। বক্তারা বলেন, সবাই সচেতন হলেই সাইবার অপরাধ প্রতিরোধ সম্ভব।
সেই সাথে সাইবার বুলিং, ফিশিং, অনলাইন কেনাকাটায় প্রতারণা, অর্থিক প্রতিষ্ঠানের অর্থচুরি, হ্যাকিং, তথ্য চুরি প্রভৃতি বিষয়ে জনগণকে সচেতন করতে সরকার, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সেমিনারে রুয়েটের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক