ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রাউজান সরকারি কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ 

রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:০৪, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০০:০৬, ৫ নভেম্বর ২০২৪

রাউজান সরকারি কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ 

রাউজান সরকারি কলেজ। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে রাউজান সরকারি কলেজে সব ধরণের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে সকল ধরণের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে কলেজের নির্ধারিত ইউনিফর্ম ও কলেজ আইডি কার্ড পরিধান করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। ইউনিফর্ম ব্যতীত কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। 

রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী বলেন, কলেজ ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত দাবী জানানো হয়। তাছাড়া কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সাময়িকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট রাউজানে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর রাউজানে প্রথম কোন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাউজান সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

মেসেঞ্জার/জয়নাল/এসকে/ইএইচএম