ছবি: মেসেঞ্জার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে দিতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির পক্ষে সোনালী ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের জেনারেল ম্যানেজার মো. মুসা খান।
এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে এবং অনেক কষ্ট দূর হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং ব্যাংক কর্মকতার্দের উদ্যেশ্যে বলেন, অতি দ্রুততম সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে হবে।
সোনালী ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের জেনারেল ম্যানেজার মো. মুসা খান বলেন, অতি স্বল্পতম সময়ে চুক্তি বাস্তবায়নের করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোনালী ব্যাংকের হাটহাজারী শাখার অধীনে উপশাখা ও পরবর্তীতে পূর্ণাঙ্গ শাখা খোলার কথা ব্যক্ত করেন।
এতে আরো বক্তব্য রাখেন, চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আইসিটি সেলের ডিরেক্টর প্রফেসর ড. সাইদুর রহমান চৌধুরী, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) যাদব চন্দ্র দাসসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, হিসাব নিয়ামক এবং চবি সংশ্লিষ্ট অফিস প্রধানগণ, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকতার্বৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/সুমন/এসকে/ইএইচএম