ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাতাল অবস্থায় ছাত্রীকে উত্তক্ত, গ্রেপ্তার ২

রংপুর ব্যুরো  

প্রকাশিত: ১৩:১৩, ৮ নভেম্বর ২০২৪

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাতাল অবস্থায় ছাত্রীকে উত্তক্ত, গ্রেপ্তার ২

ছবি : মেসেঞ্জার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত অবস্থায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীকে কে উত্তপ্ত করার আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সহপাঠীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে এই ঘটনা ঘটে। আটককৃত বহিরাগতরা হলেন পার্কের মোড় এলাকার সেলুনের কর্মচারী শিমুল (২৫) এবং মর্ডান মোড়ের আবির (২০)।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো ফেরদৌস রহমান জানান, বৃহস্পতিবার রাতে ক্যাফেটরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক করার সময় আটককৃতরা ওই বিভাগের এক ছাত্রীর কাছে ফুল চায়।

এ সময় তারা মদ্যপ অবস্থায় ছিলো। সাথে সাথেই সেখানে থাকা সহপাঠীরা ওই ২ জনকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। তিনি জানান, সংরক্ষিত এলাকায় মাদক সেবনের জন্য তাদের নামে মামলা করা হবে। 

রংপুর মহানগর তাজহাট থানার ওসি শাহ আলম সরদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দিলে তাদেরকে যথাযথভাবে আইনের মুখোমুখি করা হবে।

মেসেঞ্জার/মান্নান/তারেক