ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে সকল রাজনীতি নিষিদ্ধ করল প্রশাসন

এনইউবিটিকে প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ৮ নভেম্বর ২০২৪

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে সকল রাজনীতি নিষিদ্ধ করল প্রশাসন

ছবি : মেসেঞ্জার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

সেই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় রাজনীতি ছিলো না এবং ভবিষ্যতেও থাকবে না। ক্যাম্পাসে যে কোনো ধরনের দলীয় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষার্থীরা প্রশাসনের সাথে মতবিনিময়কালে এ দাবি উপস্থাপন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও তা মেনে নেন।

সম্প্রতি বিভিন্ন কর্মকান্ডের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

তারা দাবি জানান, পূর্বের ন্যয় বর্তমানেও নর্দান ইউনিভার্সিটি খুলনায় যেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে। ছাত্রদের দাবি উপস্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের সাথে একমত প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, "নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে আগেও দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিলো এবং বর্তমানেও নিষিদ্ধ আছে।

তবে সাম্প্রতিক কিছু ঘটনায় শিক্ষার্থীরা পূণরায় বিষয়টি নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেটার সাথে সম্পূর্ণ একমত।

বিশ্ববিদ্যালয়ে দলীয় কোনো ব্যানারে রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হলে বা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো দলীয় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"   

মেসেঞ্জার/রাসেল/তারেক