ছবি : মেসেঞ্জার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়া রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের (আংশিক) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সোহাগ মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের আমিনুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম উপদেষ্টা হিসেবে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করেন। এছাড়া পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদানের নির্দেশনা প্রদান করেন।
উক্ত ছাত্রকল্যাণ পরিষদের ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই সাবেক শিক্ষার্থীরা, তাদের দাবি নতুন নেতৃত্ব পথ দেখাবে নবীন শিক্ষার্থীদের।
এছাড়া উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রবিউল ইসলাম, মো. সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. লাইচ মিয়া, রাফিউল ইসলাম, মো. আসাদুজ্জামান আসিব মন্ডল, সাংগঠনিক সম্পাদক, টি এম নোমানী, মো. রানা হোসাইন সাগর, সহ- সাংগঠনিক সম্পাদক, শাহ মো. হিমেল, অর্থ-বিষয়ক সম্পাদক, মো. নিশাত ইসলাম, দপ্তর সম্পাদক, জামিল হোসেন সালমান, প্রচার সম্পাদক, অনিক লাকড়া, সাংস্কৃতিক সম্পাদক, মো. লিমন, আইন বিষয়ক সম্পাদক, মো. আলী আশা, ক্রীড়া বিষয়ক সম্পাদক, রিয়াদ হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক, মো. আলামিন হোসেন দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব নিয়ে কমিটির সভাপতি সোহাগ মন্ডল জানান, রংপুর জেলা ছাত্র কল্যাণ একটি অরাজনৈতিক এবং ঐতিহ্যবাহী সংগঠন। আমরা এই সংগঠনকে এবং সংগঠনের সকল সদস্য কে নিয়ে একত্রে কাজ করে জেলা ছাত্র কল্যাণ কে রোল মডেল হিসাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ্।
মেসেঞ্জার/ইমরান/তারেক