ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নর্দানে সাংবাদিকতা বিভাগের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

এনইউবিটিকে প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৫, ১০ নভেম্বর ২০২৪

নর্দানে সাংবাদিকতা বিভাগের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ছবি : মেসেঞ্জার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের (জেএমসি) আয়োজনে দিনব্যাপী পালিত হলো জেএমসি দিবস-২০২৪। শনিবার (৯ নভেম্বর) জেএমসি দিবস উদযাপন-২০২৪ উপলক্ষে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।

সকাল ৮টা থেকে আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয় বিস্কুট, বালিশ, হাঁড়িভাঙ্গা, মারবেল খেলার মাধ্যমে। বেলা ১২টা থেকে ১:৩০ পর্যন্ত বিভাগের সাবেক শিক্ষার্থীদের রিইউনিয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকালে ২০২৪ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বিশেষ অতিথি ছিলেন জেএমসি বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি, সভাপতিত্ব করেন জেএমসি বিভাগের শিক্ষক প্রভাষক মতিউর রহমান সহ উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা।

জেএমসি দিবস উপলক্ষে (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপি ইন্ডোর খেলা অনুষ্ঠিত হয়। যেখানে (লুডু, কেরাম বোর্ড, দাবা, ঊনো, কার্ড) খেলা অনুষ্ঠিত হয়। (২৯-৩০ অক্টোবর) বিভাগের আয়োজনে ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবলে বিজয়ী দল প্রভাষক মামুন চৌধুরী ও ক্রিকেটে বিজয়ী দল প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন। সকল খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। 

পুরস্কার বিতরণ শেষে ড. মো. শাহ আলম বলেন, ২০১৯ সালের আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে যাত্রা শুরু হয়। অল্প দিনে বিভাগের সাফল্য অনেক বেশি। সাংবাদিকতায় পড়াশোনা করে ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিরত আছেন।

অনেকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি শিক্ষা কখনো শিক্ষার্থীর বেকার রাখেনা। তোমরা দেশ ও জাতী গঠনে অনন্য ভূমিকা রাখবে।

মেসেঞ্জার/রাসেল/তারেক