ছবি : মেসেঞ্জার
সেনাবাহিনীকে কিভাবে কাজ দেয়া তার সেবিষয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) বৈঠকে বসবে মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সোমবার (১১ নভেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীর ১২ প্রতিনিধির সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রইছ উদ্দীন, বেলাল আহমেদ, নাসির আহমেদ উপস্থিত ছিলেন।
সচিবালয়ে বৈঠকের শেষে আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহবুব সোহান বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্য ও প্রজেক্ট ডিরেক্টর দ্বিতীয় ক্যাম্পাসের সকল কাগজপত্র নিয়ে আসবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধিও উপস্থিত থাকবে। সেখানে সিদ্ধান্ত হবে কীভাবে সেনাবাহিনীকে কাজ দেওয়া যায়।
মেসেঞ্জার/ইমরান/তারেক