ছবি : মেসেঞ্জার
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নয়টি পদে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বাসসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মোজাহিদ (মাহি) এবং সাধারণ সম্পাদক হিসেবে জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম এই নতুন কমিটি ঘোষণা করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক সভাপতি মাহবুব রনি।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দ্য নিউ নেশন পত্রিকার মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মো. শোয়াইব আহমেদ, দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং কালবেলার জাফর আলী, (তারা উভয়ে সমান ভোট পাওয়ায় ৬ মাস করে দায়িত্বে থাকবেন), কার্যনির্বাহী সদস্য হিসেবে কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত ৩ নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুন্ন করেছিলো। সেখানে সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি।
আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে কিন্তু তা যেনো আমাদের লেখনীতে ফুটে না উঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে। ডুজা সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ডুজা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দূর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।
মেসেঞ্জার/নকীব/তারেক