ঢাকা,  শুক্রবার
১৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ক্যাম্পাসে ‘জিয়া ট্রি’ (নিম গাছ) রোপণ করলো জবি ছাত্রদল

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০২, ১৪ নভেম্বর ২০২৪

ক্যাম্পাসে ‘জিয়া ট্রি’ (নিম গাছ) রোপণ করলো জবি ছাত্রদল

ছবি : মেসেঞ্জার

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জিয়া ট্রি’ (নিম গাছ) রোপণ কর্মসূচি পালন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জবি ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হাসান খান (মাহামুদ) নেতৃত্বে  ‘জিয়া ট্রি’ (নিম গাছ) রোপণ কর্মসূচি পালন করেছে জবি ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান খান (মাহমুদ), সহ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রুদ্র, মো. মেহেদী হাসান, সহ-সংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাজ্জাদ সান্ত সাফায়েত সিয়াম, মো. সোহেল, মো. অর্ণব, ক্রিয়া সম্পাদক কামরুল হাসান নাফিজসহ আরো অনেক নেতা কর্মী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই আমাদের সংগঠন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশে ছিল এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মত অসংখ্য সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের মরুভূমিতে নিম গাছ লাগিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারই আদর্শ ধারনে এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুন্দর ছাত্রবান্ধব ক্যাম্পাস গঠনে ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপণ
করি।

নিমগাছ যেভাবে ‘জিয়া ট্রি’ হলো

যারা কখনো হজ বা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন, তারা জানেন আরাফাতের ময়দানে অনেক নিমগাছ আছে। সৌদি নাগরিকরা এই গাছকে বলে, ‘জিয়া ট্রি’। ১৯৭৭ সালে এই নামকরণ করা হয় বলে জানা গেছে। কারণ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই গাছগুলো উপহার হিসেবে সেখানে পাঠিয়েছিলেন, তারা সেটি ভোলেনি। সেখান থেকেই নিমগাছকে ‘জিয়া ট্রি’ হিসেবে ডাকা হয়।

মেসেঞ্জার/ইমরান/তারেক